সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধ ভাবে রক্তি নদীতে মাছ ধরার দায়ে একটি বড় কোনা জাল আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত কোনা জালের মূল্য প্রায় এক লাখ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার বালিজুরী ইউনিয়নের বড়খলা গ্রাম সংলগ্ন রক্তি নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধরের নেতৃত্বে এসআই আমির ও সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা যায় নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এসপি স্যারের নির্দেশে কারেন্ট জাল,কোনা জালসহ অবৈধ ভাবে মাছ ধারার সকল সরমঞ্জামের বিরোদ্ধে তাহিরপুর উপজেলায় সর্বত্রই আমাদের অভিযান চলছে তা অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd