বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে ৫টি মোটর সাইকেল আটক ও ৮টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের পুরান বাজার, বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাইপাশসহ বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজপত্র ও আনুষঙ্গিক বিষয় পরীক্ষা-নীরিক্ষা করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও স্বাধীন চন্দ্র তালুকদারসহ পুলিশ ফোর্স নিয়ে চেক পোষ্ট পরিচালনা করেন। এসময় নাম্বারবিহীন ৫টি মোটর সাইকেল আটক করা হয়। বৈধ কাগজপত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স, ইন্সিউরেন্স, হেলমেট ব্যবহার না করার অপরাধে ৮টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা নেয়া হয়।
থানার এসআই মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে ৫টি মোটর সাইকেল আটক ও ৮টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Sharing is caring!