সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮
ডেস্ক রিপোর্ট :: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে সন্ত্রাস ও ভোটকেন্দ্র দখলের প্রতিশোধ নিতে শুরু করেছে স্থানীয় ভোটার ও জনতা। ভোটবঞ্চিত হয়ে ক্ষুব্ধ লোকজন হামলে পড়ছে কেন্দ্র দখলকারদের উপর। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় তাৎক্ষনিক আইনশৃংখলা রক্ষাবাহিনীর সহায়তাও পাচ্ছেন না তারা। গত দু’দিনে পৃথক ঘটনায় বেশ ক’জন রাজনৈতিক ক্যাডার ও সন্ত্রাসী গনধোলাইয়ের শিকার হয়েছেন।
ভোটকেন্দ্র দখলের জের ধরে নগরীর ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইমন ইবনে সামরাজ লাঞ্চিত হয়েছেন। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কুয়ারপাড় পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নগরীর লামাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি দখল করে নিয়েছিল ছাত্রলীগ সন্ত্রাসীরা। এতে নেতৃত্ব দেন ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইমন ইবনে সামরাজ। ফলে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ছাত্রলীগ নেতা ইমন ব্যক্তিগত কাজে বাসা থেকে বেরিয়ে কুয়ারপাড় পয়েন্টে যাওয়ামাত্র ক্ষুব্দ জনতা তাকে ঘিরে ফেলে। এসময় লামাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে গনপিটুননী দেয়। এমনকি তার বাসায়ও ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে লামাবাজার ফাড়ি পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ব্যাপারে ইমন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গেছে।
একই দিন মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরীর খাসদবীর এলাকায় দিলাজ ও আজিজুল নামের দুজনকে লাঠিপেটা দিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় জনতা। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। ভোট গ্রহণেন দিন কেন্দ্র দখল ও সন্ত্রাস সৃষ্টির জের ধরে তাদের উপর হামলা হয় বলে স্থানীরা জাািনয়েছেন।এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।
ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসের অভিযোগে নগরীর শেখঘাট টিকর পাড়ায় ক্ষুব্ধ জনতার হামলায় শাসকদলের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত জিতেন্দ্র দাস নগরীঢর ভাঙ্গাটিকর এলাকার মৃত-কাঞ্চন দাস এর পুত্র। এ ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd