সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮
মঙ্গলবার (৩১ আগষ্ট) রাত ১১টা ৫৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নতুন ভাংগা গ্রামের মসজিদ এর সামনে থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেট ৯টি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৪৭৬ প্যাকেট সিগারেট। প্রতিটি প্যাকেটের ভিতরে ২০০টি করে সিগারেটের শলাকা সর্বমোট ৯৫ হাজার ২শ’ শলাকা সিগারেট রয়েছে। প্রতিটি শলাকা সিগারেটের আনুমানিক মূল্য ১০ টাকা মোট আনুমানিক মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।
উদ্ধারকৃত পরিত্যাক্ত সিগারেট সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd