বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে চুরি হওয়া সিএনজি অটোরিকশা (নাম্বারবিহীন) গাড়ি’সহ দুই চোরকে আটক করে পুুলিশে সোপর্দ করেছেন জনতা। বৃহস্পতিবার (২ আগষ্ট) রাতে উপজেলার মুন্সিরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-দক্ষিণ সুরমা উপজেলার লক্ষীপুর গ্রামের জবান আলীর ছেলে ছালেক আহমদ (৩৮) ও সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে মামুন আহমদ (১৮)। আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানাগেছে, গত ২৯ জুলাই সিলেটের সালুটিকর বাজার এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশা গাড়ি চুরি হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে চুরি হওয়া একটি অটোরিকশা বিশ্বনাথের মুন্সিরবাজারে স্থানীয় জনতা আটক করেন। পরে থানা পুলিশকে অবহিত করা হলে ব্ইবনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু, স্বাধীন চন্দ্র তালকুদারের নেতৃত্বে একদল পুলিশ মুন্সিরবাজার এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
Sharing is caring!