বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে (৭ আগষ্ট) মঙ্গলবার বিকেলে রেজিষ্ট্রশন, ফিটনেস, লাইসেন্সবিহীন চালকদের কাছ থেকে জরিমানা আদায় ও মামলা করা হয়েছে। বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাশ সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় ও মামলা করায় অনেকেই উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়ে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। বিশ্বনাথের বাইপাশ সড়কের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সড়কে চলাচলকারী রেজিষ্ট্রশন, ফিটনেসবিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি জরিমানা আদায় ও মামলা দায়ের করেন। এসময় বিশ্বনাথ থানার এসআই সুলতান এর নেতৃত্বে একদর পুলিশ উপস্থিত ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাড়ির কাগজপত্র হালনাগাদ ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫টি গাড়ি ও মোটরসাইকেলের চালক-মালিকের কাছ থেকে ৭,২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন, রেজিষ্ট্রশন, ফিটনেস, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Sharing is caring!