বিশ্বনাথে পিতার চপেটাঘাতে পুত্রের মৃত্যু!

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮

বিশ্বনাথে পিতার চপেটাঘাতে পুত্রের মৃত্যু!
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পিতার চপেটাঘাতে (থাপ্পর) পুত্রের মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম রেদওয়ান আহমদ আফজাল (১৫)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের জাবেদুল ইসলামের পুত্র। এঘটনায় নিহতের পিতা জাবেদুল ইসলাম (৫৫) কে জিজ্ঞাসাবাদের জন‌্য আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২৮আগষ্ট) দুপুরে ছোট ভাই-বোনদের সাথে দুষ্টমি করলে রেদওয়ান আহমদ আফজালের পিঠে চপেটাঘাত করেন তার পিতা জাবেদুল ইসলাম। এসময় সে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বুধবার (২৯আগষ্ট) ভোরে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা জাবেদুল ইসলামকে আটক করা হয়েছে।
তবে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পিতাকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..