ছাতক প্রতিনিধি :: ছাতক থেকে সিলেটগামী ট্রেন লক্ষ করে পাথর নিক্ষেপে মাহমুদ আলম (৩২) নামের সরকারি এক কর্মচারি আহত হয়েছেন। তিনি ছাতক বাজার নির্বাহী প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী। মঙ্গলবার সন্ধ্যায় ছাতক-সিলেট রেল সড়কের তকিপুর নামক স্থানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
আহত মাহমুদ আলম জানান, সরকারি কাজে বিকেলের ট্রেনযোগে ছাতক থেকে সিলেট হয়ে চট্রগ্রামে যাচ্ছিলেন। এসময় তিনি পিছনের বগির জানালার পাশে বসা ছিলেন। ট্রেনটি ছাতক থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গোবিন্দগঞ্জ তকিপুর এলাকায় পৌঁছামাত্র দাড়িয়ে থাকা একজন যুবক ট্রেনকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে। পাথরের ঢিল মাথার ডান পাশে চোখের কাছে পড়লে তিনি আহত হন। তবে অল্পের জন্য মারাত্বক দূর্ঘটনা থেকে রক্ষা পান। বিষয়টি সিলেট জিআরপি থানায় তিনি মৌখিক ভাবে অবহিত করা হয়েছে। এদিকে, গত ২৬আগষ্ট সিলেট-ছাতক রেল পথে এসএই/কার্য্য/বিআর/ছাতক বাজারের আবদুন নুরসহ কয়েকজন সিলেট যাবার পথে ট্রেন যাত্রীদের লক্ষ করে গরুর গোবর ছুড়ে ফেলা হয়।
Sharing is caring!