সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮
স্টাফ রিপোর্টার :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচনী মাঠে আসছেন এক নতুন মূখ। তিনি হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সিলেট জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক সাংবাদিক ও আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান।
মাওলানা খলিলুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার দীঘিরপার পূর্ব ইউনিয়নের সড়কের বাজার এলাকাধীন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। ১৯৭৯ সালে ঐতিহ্যবাহী দারুল উলুম কানাইঘাট থেকে টাইটেল পাশ করে দীর্ঘদিন সিলেট সদরের রাজারগাও মখজনুল উলুম টাইটেল মাদ্রাসায় আরবি সাহিত্য বিভাগের প্রধান হিসাবে শিক্ষকতা করেন।
১৯৯২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত একাধারে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সাল থেকে তিনি সাংবাদিকতায় যোগদান করে বিশিষ্ট সাংবাদিক ও লেখক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। কর্ম জীবনের শেষ লগ্নে তিনি সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd