বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ রাজু আহমদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত ইসমত আলীর ছেলে। রোববার রাত ৪টায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় ৪টি, দক্ষিণ সুরমায় ১টি ও বিশ্বনাথ থানায় ১টি ছিনতাই-ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!