সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থেকে জাল পরিচয়পত্রসহ এক ভুয়া এএসপিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমার ভার্থখলা কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এম. জাকারিয়া আহমদ সিলেটের জকিগঞ্জ থানার কসকনকপুর গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
এ সময় জাকারিয়ার দেহ তল্লাশি করে একটি প্লাস্টিকের কভারযুক্ত পুলিশের এএসপি পদবীর জাল পরিচয়পত্র পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জাকারিয়া স্বীকার করে সে দীর্ঘদিন যাবত সিলেটসহ আশেপাশের জেলার সাধারণ জনগণের কাছে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।
র্যাব জানায়, তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd