ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ২৮ হাজার ইয়াবাসহ সলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটককৃত সলিমা বেগম কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের স্ত্রী।
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের উজিরপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হোটেল তাজমহলের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-৪৮৪৭) একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় সলিমা বেগমকে লইট্যা শুটকি ও চিংড়ি শুটকির মাঝখানে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মূল্য ৮৪ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।