সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটে ভূমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর সুবিদ বাজারের লাভলী রোডে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ৩ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, জালালাবাদ থানার গোপাল গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক ও তার ভাই ফয়সলের সাথে একই গ্রামের হাজী মখলিছুর রহমানের পুত্র আখলু মিয়ার ভূমি সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল। এলাকাবাসী এ নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ গত ১০ আগস্ট এ ব্যাপারে ফয়সল ও আখলু মিয়ার কথা কাটাকাটি হয়। আজ বুধবার ঐ ভূমির হেয়ারিং ছিল। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিকের নেতৃত্বে তার ভাই ফয়সল আহমদ ও সহযোগী প্রায় ৩০জন মিলে সুবিদবাজারের লাভলী রোডে আখলু মিয়ার উপর হামলা করে। এসময় আখলু মিয়ার সাথে থাকা তার চাচাতো ভাই সোহেল আহমদ ও কামাল আহমদ গুরুত আহত হয়। এসময় হামলাকারীরা তাদের সাথে নগদ টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান কোতোয়ালী থানার ওসি মোশাররফ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd