সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮
গোলাগঞ্জ প্রতিনিধি: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধে জ্ঞান অর্জন করতে হবে । শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক। মাদ্রাসার শিক্ষার্থীরা আজ কোন দিকে পিছিয়ে নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। তারা মাদ্রাসায় পড়া লেখা করে দেশ বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করছে। মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়া লেখা করে দেশের ভাবমূর্তি উজ্জাল করছে।
গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন- শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে সৎ অফিসার সৃষ্টি হবে। এছাড়া নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় বক্তব্য রাখেন কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদির, ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, মাদ্রাসা সুপার মাওলানা কামাল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আলি হোসেন। উপস্থিত ছিলেন গোলাপগলঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলি। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd