সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দারুল আরকাম উদয়পুর ইবতেদায়ী মাদ্রাসার ভূমি জবর দখল থেকে রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৫জন ব্যক্তির স্বাক্ষরিত এই স্মারকলিপিটি সোমবার (২৪ সেপ্টেম্বর) প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকার মানুষের সাহায্য-সহযোগীতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৬ সালে মাদ্রাসাটি প্রধানমন্ত্রীর সরাসরি পৃষ্ঠ পোষকতায় নতুনকল্পে যাত্রা শুরু করে। দানকৃত ভূমির মধ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উদয়পুর গ্রামের জোনাব আলী, চেরাগ আলী, রিয়াজ আলী ও নূর আলী গংরা বিভিন্নভাবে মাদ্রাসার জমি জবর দখল করার পায়তারা এবং মাদ্রাসার উন্নয়ন কর্মকান্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। ফলে মাদ্রাসার ভূমি বেহাত হওয়ার উপক্রম। মাদ্রাসার পক্ষে এলাকার শান্তিপ্রিয় মানুষ অবস্থান নিলে জোনাব আলী ও তার সহযোগীরা নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন। মাদ্রাসার মালিকানাধীন ভূমি যাতে জোনাব আলী গংরা কোনভাবে জবর দখল বা মাদ্রাসার ভোগাধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd