দেবর ভাবির প্রেমে বাঁধা : রাতভর গৃহবধুকে নির্যাতন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮

দেবর ভাবির প্রেমে বাঁধা : রাতভর গৃহবধুকে নির্যাতন

ক্রাইম সিলেট ডেস্ক : বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরে দেবর ও ভাবির পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় এক গৃহবধুকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধু হলেন লিমা বেগম(২২) সে ৫নং ওয়ার্ড পলাশপুর আলমগীর শেখের স্ত্রী। আহত পরিবার সূত্রে জানাযায়, লিমা বেগমের সাথে পলাশপুর ৩নং গলির বাসিন্দা আলমতাজের ভাই আলমগীর শেখ (৩৪) সাথে ৮বছর আগে বিবাহ হয়। বিবাহর ২বছর তাদের সংসার ভালোই চলে। কিন্তু তার কিছুদিন পর আলমগীর শেখ বিভিন্ন সময় যৌতুকের জন্য অমানবিক নির্যাতন চালায় লিমার উপর। আহত পরিবার সূত্রে আরো জানাযায়, আলমগীর শেখের বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিনের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত রয়েছে। তবে এ বিষয় নিয়ে একাধীকবার স্থানীয় ভাবে শালিস মিমাংসা হয় একাধীকবার। কিন্তু সেই ক্ষোভে গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০টার সময় গৃহবধুকে মারধর করে বসত ঘরের ভিতর আটকে রাখে আলমতাজ বেগম,তার ভাই আলমগীর শেখ, মেয়ে কলি ও ছেলের স্ত্রী ইয়াসমিন বেগম সহ একাধীক সহযোগী। পরে খবর পেয়ে লিমার পরিবার তাকে উদ্ধার করতে গেলে তাদের খুন জখমের হুমকি দেয় স্থানীয় অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গর্ডফাদার আলমতাজ বেগম। পরে কাউনিয়া থানা পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় গৃহবধুকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহত লিমার চোখের উপরে গুরতর ক্ষত হয়। বর্তমানে তার অবস্থা আসংকা জনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আহত লিমা বলেন, আমার বড় ভাসুর এর স্ত্রীর সাথে আমার স্বামী অালমগীর শেখের সাথে প ৩/৪বছর যাবৎ পরকিয়া চালিয়য়ে আসছে । আমি অনেক বার আমার স্বামীকে বাঁধা দিয়েছি। কিন্তু সে তাতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মারধর করতো। গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে আমাকে সবাই মিলে রাতভর নির্যাতন করে। পরে সেই রাতে স্থানীয় মহিলা কাউন্সিলর জাহানারা বেগম উদ্ধার করে তার বাসায় নিয়ে যায়। পরে দিন আমার ননদ আলমতাজের কাছে আমাকে দিয়ে আসলে সকাল ১০টার সময় বসত ঘরের দরজা আটকিয়ে মারধর করে। এদিকে এ বিষয় অভিযুক্ত আলমতাজ বেগম বলেন, আমাদের উপর সব অভিযোগ মিথ্যা। আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। তবে আহত পরিবার কাউনিয়া থানায় একটি অভিযোগ দিয়েছে শুনেছি। আপনার যা জানার থানা থেকে জানেন। তবে এবিষয় ৫ নং ওয়ার্ডের নবনিবার্চিত কাউন্সিলর কেফায়েত হোসেন রনি তিনি বলেন,আমি ঢাকায় ছিলাম বিষয়টি আমার অবগত নাই। তবে সঠিক ঘটনা জানার চেষ্টা করতেছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..