বিশ্বনাথ প্রতিনিধি :: ব্যাপক আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন করবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় আনন্দ র্যালী শেষে ৭২ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর কন্যার ৭২তম জন্মদিন উদযাপন করবে ক্ষমতাসীন দলটি।
বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে দিনব্যাপী কর্মসূচীতে থাকছে বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল, উপজেলা সদরের পুরান বাজারের আলহেরা শপিং সিটির সামনে বিকেল ৩টায় আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে বিশ্বনাথ সদরের বাসিয়া ব্রিজ সহ গুরুত্বপূর্ণস্থানে আলোকসজ্জা করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী।
Sharing is caring!