সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর (চম্পক নগর) গ্রামে শনিবার সকাল আনুমানিক দশ ঘঠিকার সময় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির রশিদ আহমদ(১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে ভাদেশ্বর (চম্পক নগর) গ্রামের লুৎফুর রহমানের পূত্র।
এদিকে তাহার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সোনার হাট উচ্চ বিদ্যালয়, পশ্চিম জাফলং ইউনিয়ন তথা বিশেষ করে সকল ছাত্রছাত্রীদের মাঝে বিরাজ করছে ক্রন্দনের সুর, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার আব্দুর রাজ্জাক স্কুল শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে শোক বার্তা গনমাধ্যমে প্রেরন করেছেন।
এদিকে তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, এক বার্তায় গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন ও সেক্রেটারি জেনারেল জনাব এম নাসির উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল গফুর, অর্থ সম্পাদক হানিফ উদ্দিন সহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। অপরদিকে শোক প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য মুন্সী আব্দুল মুমিন, সোনার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাফর ইকবাল, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব শফিক আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে রিপোর্ট লেখা পর্যন্ত জানাযার নামায এখনও ঠিক হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd