জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ পৌরসভাস্থ খলাছড়া গ্রামের মুয়িদুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সে মাওলানা শুয়াইবুর রহমান ও আফিয়া বেগমের তৃতীয় ছেলে। মুয়িদুল খলাছড়া দাখিল মাদরাসা হতে ইবতেদায়ী পঞ্চম শ্রেণি, জকিগঞ্জ ফাজিল সিনিয়র হতে দাখিল ও হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসা হতে আলিম পাশ করে।
এবছর শাবিপ্রবির ‘এ’ ইউনিটের সম্মিলিত মেধা তালিকায় ২৮৩ তম স্থান অর্জন করেছে। রেজাল্ট পরবর্তী অনুভূতিতে মুয়িদুল জানায়, আমি মা- বাবা ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞ। পড়ালেখা করে সৎ ও সুনাগরিক হতে চাই। আমি সকলের দুআ প্রার্থী।