বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর মামলায় : বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর মামলায় : বৃদ্ধ গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি  :: সিলেটের বিশ্বনাথে চুরি ও হুমকি প্রদানের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন এক যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী। উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও (ভট্রপাড়া) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল কালামের স্ত্রী শরিফুল নেছা (৪০) বাদি হয়ে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিশ্বনাথ থানায় এই মামলা দায়ের করেন (মামলা নং-১০)। মামলায় ৩জনের নাম উল্লেখ ও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন- শেখেরগাঁও (পশ্চিম সিঙ্গেরকাছ) গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মাহমদ আলী (৫৫), তার পুত্র নুরুল ইসলাম (২৫) ও কবির মিয়া (১৯)। মামলা দায়েরের পর ওই দিন রাতেই অভিযুক্ত মাহমদ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দায়েরকৃত মামলার এজাহারে বাদি উল্লেখ করেন- বিবাদীদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের (বাদির পরিবার) বিরোধ চলে আসছে। বিবাদীরা প্রায়ই বাদির বাড়ির বিভিন্ন ফলের গাছগাছালি কেটে এবং পুকুরের মাছ চুরি করে নিয়ে যান। বাড়ি দেখাশুনা করার জন্য কোন কাজের লোক রাখলে বিবাদীরা ভয়-ভীতি প্রদর্শন করে কাজের লোকদের তাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সন্ধ্যায় বিবাদীরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদির বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেন এবং বাদি ও তার ছেলে-মেয়েকে হত্যার হুমকি প্রদান করেন।
মামলা দায়ের ও অভিযুক্ত মাহমদ আলীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..