সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হুমকির ভয়ে বাড়ি ফিরতে পারছেন না এক যুবক। প্রতিপক্ষের হামলার আঘাতে ঐ যুবক পুরুষাঙ্গে আঘাত পেয়ে পঙ্গুত্ব হওয়ার পথে। নিযার্তিত যুবক মোগলাবাজার ইউনিয়নের বারইগ্রামের মৃত: হাজী কলিম উল্যা’র এর ছেলে কয়েছ আহমদ নূরুল। তিনি সিলেটের বিশেষজ্ঞ ডাক্তারগণের পরার্শে দিনাতিপাত করছেন। কয়েছ বর্তমানে প্রতিপক্ষের ভয়ে নিজের বাড়ী ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। কয়েছ বাড়িতে না আসতে পারায় বন্ধ হয়ে গেছে তার একমাত্র ছেলে সিজান আহমদ সাঈফ (১০) এর লেখাপড়া। প্রতিপক্ষ বারইগ্রামের আকল আলীর ছেলে ইকবাল হোসেন তার নিজ নামিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাদী কয়েছ এর বিরুদ্ধে অশ্লিল ভাষায় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত ইন্টারনেট কলের মাধ্যমে কয়েছ আহমদকে হুমকী-ধামকী দিচ্ছে।
কয়েছ আহমদ দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ভ‚মি বিরোধের জের ধরে গত ১ আগস্ট বুধবার দুপুর ১২টায় কয়েছ আহমদ নূরুল বাড়ী থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে বাড়ীর পিছনের রাস্তায় পৌছা মাত্র পূর্ব থেকে ঔঁৎপেতে থাকা বিবাদীগণের নির্দেশে ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি মোটার সাইকেল যোগে এসে হামলা চালায়। হামলায় কয়েছ আহমদ নূরুল গুরুতর আহত হন। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আরো উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েছ আহমদ নূরুলের শরীরের বিভিন্ন স্থান ও চোখে আঘাত করা সহ তার গোপতাঙ্গে আঘাত করায় সে পঙ্গুতবরণ হওয়ার পথে। তার সুস্থতার জন্য অপারেশন প্রয়োজন বলে চিকিৎসগণ পরামর্শ দিয়েছেন।
মোগলাবাজার ইউনিয়নের বারইগ্রামে হাজী কলিম উল্যা’র ছেলে কয়েছ আহমদ নূরুল বাদী হয়ে মোগলাবাজার থানায় একই গ্রামের আকল আলীর ছেলে গুলজার হোসেন (৩২), মরহুম লতিব উল্লাহর ছেলে আকল আলী, আকল আলীর স্ত্রী আমিরুন নেছাকে বিবাদী করে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে মোগলাবাজার থানা পুলিশ। মামলা নং- জি.আর ৭৬/১৮।
এ ঘটনা পর ২৬ আগস্ট রবিবার সকাল ৮টায় আবারো কয়েছ আহমদ নূরুলের উপর হামলা চালায় বিবাদীগণ বলে অভিযোগ করেন কয়েছ আহমদ। এ ঘটনার ব্যাপারে কয়েছ আহমদ বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আদালত সিলেটে একটি মামলা দায়ের করেন। মোগলাবাজার সি.আর মামলা নং- ১১৫৩/২০১৮ইং।
কয়েছ আহমদের অভিযোগ বিবাদীগণ তার বাড়ীতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। নিজ বাড়ীতে যেতে না পেরে তিনি এখন স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর যাযাবর জীবন কাটাচ্ছেন। তার মা ও ভাবী বারইগ্রামের বাড়ীতে থাকেন। বাদীপক্ষ তাদের ঘরের সামনে বেড়া দিয়ে যাতায়াতে ব্যাঘাত ঘটাচ্ছে। কয়েছ আহমদের প্রতিপক্ষের সীমানায় সরকারি একটি ডিপ টিউব ওয়েল রয়েছে। উক্ত টিউব ওয়েল থেকে কয়েছের পরিবারকে পানি নিতে বাধা দেয়া হচ্ছে। মামলার বিবাদীগণ তাদেরকে গালিগালাজ করে বাড়ীথেকে বের হয়ে যাওয়ার হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেন কয়েছ আহমদ।
আলাপকালে মামলার বিবাধী আকল আলীর ছেলে ইকবাল হোসেন ফেসবুকে কয়েছ আহমদ নুরুলের ব্যাপারে লেখার বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, কয়েছ একজন লোভী মানুষ। পরের সম্পদের উপর তার লিপ্সা রয়েছে। সরকারি টিউ ওয়েল থেকে গ্রামের সবাই পানি নিচ্ছে আমরা কাউকে বাধা দিচ্ছি না। কাউকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি আমরা দেইনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd