সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নগরীর সুরমা মার্কেট কেন্দ্রীক অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। অসামাজিক কার্যকলাপের পাশাপাশি প্রতিদিনই বসছে জুয়ার আসর। মহানগর পুলিশ কমিশনারের নিকট দেয়া আবেদনে এমন অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সিলেট নগরীর প্রাণকেন্দ্র কীনব্রীজের পার্শ্বের অসামাজিক কার্যকলাপ বেড়েছে। অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতরা বিক্রি করছে ইয়াবা। এছাড়াও দিবারাত্রি চলে শিলং তীরের মতো জুয়া খেলা। স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কার্যকলাপ নির্বিঘেœ চালিয়ে আসছে। অবাধে এমন কার্যকলাপের ফলে উঠতি বয়সী ও যুবকদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকমহল। যুব সমাজকে রক্ষায় এ বিষয়ে নগর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন, এ রকম অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান করেছি। অনেক সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার কথা জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd