সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গেল কয়েক বছর ধরে ‘নিখোঁজ’। ঢাকার বনানী থেকে তিনি ‘নিখোঁজ’ হন। তাঁর অপেক্ষায় রয়েছে পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
‘নিখোঁজ’ ইলিয়াসকে ‘ফেরত দিতে’ অসংখ্যবার সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এবার আরো একবার এই দাবি জানালেন তিনি।
আজ বুধবার বেলা ২টা থেকে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে। এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, ‘ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’
লুনা আরো বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে মতপ্রকাশের স্বাধীনতা নাই। এটা চলতে পারে না।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd