সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানিগাঁও গ্রাম থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী খান মোহাম্মদ হোসাইন বলেন, গত রোববার রাত প্রায় ৮ ঘটিকায় স্থানীয় ভাসানিগাঁও গ্রামের সিএনজি ষ্ট্যান্ডের প্রায় ৩ শত ফুট পূর্বে থেকে অজগরটি রাজহাঁস খাওয়া অবস্থায় স্থানীয় মাসুক মিয়া প্রথমে দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে অজগর সাপটি অক্ষত রেখে লাউয়াছড়া বন বিট অফিসারকে খবর দেন। পরে বনবিভাগের লোকজন এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।
লাউয়াছড়া বন বিট (বন্যপ্রাণী) অফিসার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে অজগরটি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে লাউয়াছড়ায় নিয়ে আসি। কয়েকদিন পর্যবেক্ষণ করে অজগরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd