সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
সিলেট :: সিলেট-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী মো. ওসমান আলীর সমর্থনে ফেঞ্চুগঞ্জ বাজার, মোগলাবাজার ও কটালপুরে বুধবার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে ওসমান আলী বলেন, তার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। তিনি মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, একটি মহল আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি বলে অপপ্রচার চালাচ্ছে। তাছাড়াও মহাজোটের প্রার্থী নয় বলেও গুজব ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সম্মানী ভোটার, সমর্থক, কর্মী ও সকল মহলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ওসমান আলীর সাথে উপস্থিত ছিলেন। তিনি পৃথক গণসংযোগ ও পথসভায় মিলিত হয়ে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য আতাউর রহমান আতা, প্রবাসি কমিউনিটি নেতা আছকর আলী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, দৌলা মিয়া, কালাম রাজা সাহেল, হাছানুর রশিদ হাছান, শাহীন আহমদ, শাহ আলম, মিসবাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd