সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
রেজা রুবেল :: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা এড়াবে সিলেট নগরীতে র্যাব টহল দিচ্ছে। বুধবার রাত সাড়ে ১০টায় নগরীর বিভিন্ন এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) টিম মহড়া দিতে দেখা যায়। সিলেটে নির্বাচনী ‘নাশকতা’ ঠেকানোর সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এদিকে- জাতীয় নির্বাচনের সকল ধরনের নাশকতার বিরুদ্ধে র্যাব সতর্ক অবস্থানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাথে রয়েছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। নির্র্বাচন উপলক্ষ্যে কোন দুস্কৃতিকারী, সন্ত্রাসী, অপরাজনীতিক জনগণের জানমালের নিরাপত্তা নস্যাত করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একারণে আইনশৃংখলা বাহিনীর পাশপাশি র্যাব মাঠে কমর্রত আছে বলে জানা যায়। মূলত- বিভিন্ন রাজনৈতিক দল যারা ২০১৩/১৪ সালে নাশকতা সৃষ্টি করেছিল। রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড করেছিল, ধ্বংসাত্বক কর্মকাণ্ড করেছিল, পেট্রোল বোমা মেরেছিল, মানুষ মেরেছিল, অগ্নিসংযোগ করেছিল, তারা যাতে আর কোনভাবেই সেই সুযোগ না পায়। এ ধরণের কোন ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সেজন্য র্যাব, সেনাবাহিনী কাজ করবে বলেও জানা যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd