সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সময়ের আলোচিত নাম হিরো আলম। যখন যা ইচ্ছে হচ্ছে করছেন, বলছেন। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনেও অংশ নেন তিনি। প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেও পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।
নানা কথা ও কার্যক্রমে ভাইরাল হওয়াটা হিরো আলমের একটা ট্রেন্ড বলেও মনে করেন অনেকে। তারই অংশ হিসেবে নির্বাচনে এসেছিলেন তিনি, এমনটাই দাবি তাদের।
এদিকে সম্প্রতি একটি ইউটিউব শোয়ে অতিথি হিসেবে হাজির হয়ে চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এই অনুষ্ঠানটি প্রকাশের পর নতুন করে আবারও আলোচনায় হিরো আলম। সেখানে তিনি মন্ত্রী হওয়ারও ইচ্ছে প্রকাশ করেন।
অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক ‘ইউটিউব’ শোয়ে অংশ নিয়ে হিরো আলম বলেন, ‘বাংলাদেশে অনেক নায়িকা আছে, যারা ‘বিয়ে করুম’, ‘বিয়ে করুম’ বলতেছে; কিন্তু এরা বিয়ে করতেছে না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয়, তা হলে নিতে পারি। এদের দায়িত্ব নিয়ে যদি তাও বিয়ের সানাইটা বাজাই দেয়া যায়।’
সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন, প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান? জবাবে হিরো আলম বলেন, পপির কথাই বলি। ‘খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।’ এখনও বিয়ে করতেছে না। এরকম অনেক নায়িকা আছে। যারা বিয়ে করার জন্য রাজি হবে হয়তো।’
এ সময় কলকাতা থেকেও তাকে বিয়ের প্রস্তাব অনেকে দিচ্ছেন বলে জানান তিনি। তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে হিরো আলম বলেন, ‘আমার স্ত্রী সন্তান আছে তাই বিয়ে করব না। কিন্তু অনেক নায়িকা আছে, দুঃখ লাগে তাদের এত কষ্ট দেখে, বয়স পার হয়ে যাইতেছে। এদের দুঃখ দূর করতে এক-আধটা বিয়ে করতেও পারি।’
অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে হিরো আলমের সাক্ষাৎকারের সেই ভিডিওটি দেখুন-
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd