সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে ১১টি মামলার পলাতক আসামি আব্দুল হামিদ চৌধুরী ইকবালকে (৫৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার হাতিরঝিল থানার হাজীপাড়াস্থ একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইকবাল সিলেট নগরীর হাওয়াপাড়ার মৃত আব্দুর রউফ চৌধুরীর ছেলে। তিনি মেসার্স ইকবাল ফার্নিচারের সত্ত্বাধিকারী।
পুলিশ জানায়, ব্যবসায়ী আব্দুল হামিদ চৌধুরী ইকবালের বিরুদ্ধে ৮টি মামলায় সবমিলিয়ে সাড়ে ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ রয়েছে। এসব মামলায় তাকে প্রায় ৬১ লাখ টাকা জরিমানাও করেন আদালত। আরো ৩টি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। তাকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ওয়ারেন্ট অফিসার এএসআই সাজ্জাদুর রহমান জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হাতিরঝিলের হাজীপাড়াস্থ সৃষ্টি ভিলা নামক বাড়ি থেকে ইকবালকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd