নগরীর সুবিদবাজার এলাকায় দুই ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

নগরীর সুবিদবাজার এলাকায় দুই ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাসরিকুল ইসলাম লামি (১৯) ও লুৎফর রহমান হৃদয় (১৯) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত তাসরিকুল ইসলাম লামি সিলেটের ওসমানীনগর থানার ইলাশপুর গ্রামের মো. দুদু মিয়ার পুত্র ও লুৎফর রহমান হৃদয় নগরীর মদিনা মার্কেট এলাকার লোকমান মিয়ার পুত্র।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নগরীর সুবিদবাজারস্থ প্রাইমারি ট্রেনিং ইনিস্টিটিউটের (পিটিআই) গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও দুই আসামি পালিয়ে যায়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে সুবিদবাজার থেকে লামাকাজী যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে ছিনতাইকারীরা। পরে অটোরিকশাটি সুবিদবাজার শহীদ ক্যাডেট একাডেমির সামনে পৌঁছালে বিভিন্নভাবে সময় ক্ষেপণ করতে থাকে তারা। একপর্যায়ে ছিনতাইকারীরা অটোরিকশা চালককে চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় চালক নিজেকে রক্ষা করতে ছিনতাইকারীদের একজনকে জড়িয়ে ধরেন এবং তাকে সুবিদবাজারস্থ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে নেওয়ার চেষ্টা করেন। তখন তাসরিকুল ইসলাম লামি অটোরিকশা চালকের পিঠের বাম পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এবং লুৎফর রহমান হৃদয় চালকের বাম পায়ের হাঁটুর নিচে চাকু দিয়ে আঘাত করে।

পরে তারা আহত অটোরিকশা চালকের একটি কাছ থেকে একটি নকিয়া মোবাইল ফোন সেট ও নগদ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন ও আব্দুস ছাত্তার স্থানীয় লোকজনের সহায়তায় তাসরিকুল ইসলাম লামিকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাকুসহ আটক করেন। পরে তার দেয়া তথ্যমতে আটক করা হয় লুৎফর রহমান হৃদয়কে।

এ বিষয়ে বিমানবন্দর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা (নং-৬, তারিখ-০৫/০৩/২০১৯) রুজু করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..