সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে কিছু দেওয়ার পর তা আর ফেরত নেওয়ার ইতিহাস নেই। ন্যাশনাল সার্ভিস প্রকল্প প্রধানমন্ত্রী প্রদত্ত একটি উপহার, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, দেশের বেকারত্ব দূরীকরনে বেকার যুবক ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস প্রকল্প হাতে নিয়েছিলেন। যার ফলে সারা দেশে প্রায় ২লক্ষ্য ৬৫হাজার যুবক ও যুবমহিলার আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে। ফলে অনেক স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে আমরা এই প্রকল্পে অংশগ্রহন করি। ৩মাসের নিয়মিত প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু কলেজ এবং মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন দপ্তরে সংযুক্তির মাধ্যমে আমরা নিষ্টার সাথে দায়িত্ব পালন করছি। মাসিক কর্ম ভাতা ৬হাজার টাকা হারে ২হাজার টাকা সঞ্চয় রেখে প্রতি মাসে ৪হাজার টাকা গ্রহন পূর্বক সেবার মন-মাসিকতা নিয়ে সরকারী সকল কর্মকর্তা-কর্মচারীগণের ন্যায় নিয়মিত ৮ঘন্টা স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। শ্রমের ন্যায় তুলনামূলক পারিশ্রমিক কম হলেও আমাদের উপর অর্পিত দায়িত্বকে কখনো খাট করে দেখিনি। আমরা মনে করি প্রধানমন্ত্রী আমাদেরকে দেশের সেবায় নিয়োজিত করেছেন, একই সাথে আমরা বিশ্বাস করি একজন সফল দেশনেত্রী হিসেবে প্রধানমন্ত্রী যে কোন সময় আমাদের প্রতি সু-নজর দিতে পারেন। প্রধানমন্ত্রীর সমীপে আকুল আবেদন, আপনি সবই জানেন এবং বুঝেন, আমাদের মধ্যে বেশির ভাগ যুবক-যুবমহিলা বিবাহিত এবং স্ত্রী-সন্তান, পরবার –পরিজন নিয়ে যৎ-সামান্য ভাতা গ্রহন করে অনেকটা সুঃখে-দুঃখে জীবন-যাপন করে যাচ্ছি। তবুও আমরা আত্মশক্তিতে বলিয়ান, দীপ্ত শপথে আমরা আপনার দেওয়া উপহার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। বিগত নির্বাচনে আপনার ঘোষিত ইশতেহারে ছিল ঘরে ঘরে চাকুরী প্রদান করা, দেশের বেকারত্ব দূর এবং ঘরে ঘরে চাকুরী অঙ্গীকার বাস্তবায়নে আমাদের ৩মাসের প্রশিক্ষণ এবং ২বছরের অভিজ্ঞতা বিবেচনা করে একটা সম্মানজনক ভাতা, মেয়াদ বৃদ্ধি সহ ন্যাশনাল সার্ভিস প্রকল্প জাতীয় করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন আমরা এমনটাই আশাবাদী।
গতকাল ১০ মার্চ রোববার সকাল ১০টা থেকে জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে প্রকল্পের মেয়াদ ও ভাতা বৃদ্ধি সহ প্রকল্প স্থায়ী করণের দাবীতে আয়োজিত ৩ ঘন্টার এক কর্মবিরতির সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার আহবায়ক আব্দুল হালিম’র সভাপতিত্বে ও সদস্য সাহেদ আহমদ’র উপস্থাপনায় কর্মসূচিতে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাওছার মাহমুদ সোহেল, আব্দুস শহিদ, জাকারিয়া মাসুদ, মনজুর আহমদ, শরিফ আহমদ, কামাল আহমদ, সেলিম রানা, গৌছ উদ্দিন, ফয়ছল আহমদ, বাদল দত্ত, মঈন উদ্দিন, তরিকুল ইসলাম, মাসুক আহমদ, আলিম উদ্দন, সুফিয়া বেগম, ফৌজিয়া বেগম, রুজিনা আক্তার, শাহানা আক্তার, বিউটি আক্তার প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd