সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
সিলেট :: সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পদক প্রদান করা হয়েছে। ১৬ মার্চ শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বাংলাদেশ বেতারের উপস্থাপক রিফাত আরা এবং আবু বকর মো. আল আমিনের যৌথ উপস্থাপনায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমাদুল ইসলাম।
জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক ২০১৬ এর নির্বাচিত গুণীজনরা হলেন, কন্ঠ সঙ্গীতে জামাল উদ্দিন হাসান বান্না, যন্ত্র শিল্পী ক্ষিতীশ দাস, ফটোগ্রাফি আতাউর রহমান আতা, চলচ্চিত্র শাকুর মজিদ, লোকসংস্কৃতি অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, ২০১৭ এর নির্বাচিত গুণীজনরা হলেন, কণ্ঠ সঙ্গীতে রাণা কুমার সিনহা, যন্ত্রশিল্পীতে মো. মধু খান, নাট্যকলায় কাজী আয়েশা বেগম, আবৃত্তিতে শামীমা চৌধুরী, আঞ্চলিক সৃজনশীল সংগঠনে নৃতশৈলী ও ২০১৮ এর নির্বাচিত গুণীজনরা হলেন, কণ্ঠ সঙ্গীতে মালতী পাল, যন্ত্র শিল্পী বিশ্বজিৎ দে অনু, নাট্যকলায় সুনির্মল কুমার দেব মীন, আবৃত্তি মোকাদ্দেস বাবুল ও লোকসংস্কৃতিতে শুভেন্দু ইমাম। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd