সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাদ্যদ্রব্য থাকায় দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে নগরীরতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর সিলেট মেট্রো এর সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ ও মো. জাহাঙ্গীর আলম।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পচা-বাসি খাদ্যদ্রব্য থাকায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে পানকৌড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও বাসি খাবার রাখায় চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জরিমানা আদায়ক্রমে মামলার নিষ্পত্তি হয়। অভিযানকালে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd