সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
কে,এ,রাহাত :: মুজিব আদর্শ ভুকে ধারন করে ডৌবাড়ী ইউনিয়নের জনগনের সেবা করতে চান সময়ের সাহসী তরুন নেতা একে,এম,নুরুজ্জামান। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও মুজিব আদর্শে উজ্জবিত যুব সমাজের কিংবদন্তী এ তরুন নেতা। বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে সাধারন মানুষের কাছে নিজেকে খ্যতিমান নেতা হিসেবে প্রতিষ্ঠা করে নিয়েছেন। তরুন সমাজের ঝোক তার দিকে- আস্থায় নিয়েছেন মুরব্বীরাও। রাজনীতির ময়দানে যেমন তুখোড় তিনি-তেমনি তুমুল জনসেবাতে। বিশেষ করে নতুন প্রজন্ম, কিশোর ও তরুনদের মাঝে নিজেকে কিংবদন্তী হিসেবে জায়গা করে নিয়েছেন। এ জন্য এ ডৌবাড়ী ইউনিয়নে ভবিষ্যৎ কান্ডারী একে,এম,নুরুজ্জামান ছাড়া আর কেউ নেই বলে মনে করেন অনেকে। যার কারণে এখন একে,এম,নুরুজ্জামানকে নিয়ে নানা স্বপ্নে বিভর জনগন। জাতীর জনকের আদর্শ ও বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র জীবন থেকে কাজ করে আসছে তরুন এ নেতা। আপানমস্তকে খাটি এই মানুষটি বঙ্গবন্ধুর এক নির্ভেজাল সৈনিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শিক্ষা ভুকে লালন করে বড় হওয়া বিশিষ্ট এ তরুন নেতা, বিদেশের মাঠিতে সারাক্ষন ব্যস্ত থাকার পরেও এলাকার প্রাকৃতিক দুর্যোগে, উৎসব পার্বনে,এলাকার খুজ খবর নিতে ভুলেন নি। এছাড়াও অসহায় দু:স্থ্যদের প্রতি বাড়িয়ে দেন সাদ্যনুযায়ি সাহয্যের হাত। এলাকার জনস্বর্থে অক্লান্ত পরিশ্রম, সততা ও উন্নয়ন মুলক কর্মকান্ডের সহযোগিতা করে একে,এম,নুরুজ্জামান মানুষের মন কেড়ে নিয়য়েছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ডেমি গ্রামের ঐতিহ্যবাহী এক পরিবারের সন্তান একে,এম,নুরুজ্জামান। বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আহবায়ক জননেতা আছলম উদ্দিন চেয়ারম্যান র ২য় পুত্র তিনি। সে কারনেই একে,এম,নুরুজ্জামান অস্থি-মজ্জায় সমাজ সেবার স্বভাব। তিনি বিপদে আপদে মানুষের পাশে দাড়াঁন-হাত বাড়ান। ছাত্রলীগের রাজনীতিতে একে,এম,নুরুজ্জামান র অভিষেক ঘটে স্কুলের গন্ডি পের’নোর আগেই। বঙ্গবন্ধুর আদর্শ ধারন করেই তার বেড়ে ওঠা। ২০০৩ সালে গোয়াইনঘাট কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। একে,এম,নুরুজ্জামান এক বুদ্ধিদীপ্ত সাহসী তরুন নেতা। মাঠে ময়দানে জনতার সাথে মিশে যেতে পারেন তাদের আপনজন হয়ে। অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করা একে,এম,নুরুজ্জামান একজন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে প্রবাসী। এই মেধাদীপ্ত তরুন চান এলাকায় তৈরি হোক আলোকিত মানুষ। তারুণ্যদীপ্ত-গতিময় মেধাবী, শিক্ষিত আধুনিক মানসের রাজনীতিক একে,এম,নুরুজ্জামান আসন্ন ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মুখ। একে,এম,নুরুজ্জামান নির্বাচিত হলে তার সততার কাছে সব অপকর্ম ও অনৈতিক কর্মকান্ড হার মানিয়ে অনেক দুরে চলে যাবে এমন প্রত্যাশা সহ অল্প দিনেই তিনি জনগনের মন জয় করতে সক্ষম হবেন বলে মনে করছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd