সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেছেন অসহায় দরিদ্র জনগোষ্টির জীবন মানউন্নয়নে এসডিএফ’র বিকল্প নেই। সোশ্যাল ডেভেলপমেন্ট (এসডিএফ)’র মাধ্যমে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠির দারিদ্রতা দূরিকরনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপকার ভোগী পরিবার গুলিকে নিয়ে এসডিএফ’র কার্যক্রম শুরু হযেছে। প্রকল্পের অতি দরিদ্র উপকার ভোগী পরিবার সমূহের আয়বৃদ্ধির মাধ্যমে স্বাভলম্বি করার লক্ষ্যে উপকারভোগী সদস্যদের লাভজনক খামার এবং অ-কৃষি আয় ও উৎপাদনশীল কার্যক্রম পরিচালনায় দক্ষ করে তোলার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়াও প্রকল্পের আওতায় উপকারভোগীদের স্থায়ী আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এরই পাশাপাশি প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন নিয়োগকর্তাদের সাথে সংযোগ স্থাপন করা হয়ে থাকে। বেকার-ছদ্ম বেকার যুবদের বিভিন্ন খাতে কর্মসংস্থানে ব্যবস্থা করা হয়। এরই ধারাবাহিকতায় এসডিএফ’র আয়োজনে ৩এপ্রিল বুধবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী-বে-সরকারী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধি এবং উপকারভোগীদের নিয়ে স্টোকহেল্ডার ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বনে।
এসডিএফ’র ক্লাষ্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ’র পরিচালনায় বিষেশ অথিতির বক্তব্য রাখেন এসডিএফ’র জেলা ব্যাবস্থাপক সামিউল হক, কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, এসডিএফ’র জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) হিল্লোল রায়), সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ব্যাবস্থাপক রাহুল সরকার, যুবউন্নয়ন কর্মকর্তা মহসিন আলী । এছাড়াও ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এবং মাঠ পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd