সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর উপশহর থেকে ১০০ পিচ ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) সাড়ে ৪ টায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ৫০ পিস ইয়াবাসহ লাবনী আক্তার নদী (২৩) নামের এক নারীকে আটক করে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলাস্থ বাদলা গ্রামের (বর্তমানে উত্তর বালুচর ব্লক-এ এর বাসা নং ৪৬) আব্দুল জব্বারের মেয়ে।
পরে লাবনী আক্তার নদীর দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে উত্তর বালুচর থেকে ৫০ পিস ইয়াবাসহ রুমি বেগম (২৫) নামে আরেক নারীকে আটক করে। সে জামালগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও গ্রামের জিয়া উদ্দিনের মেয়ে।
এ ব্যপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান- আটক দুই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত উত্তর বালুচরস্থ মছব্বির চেয়াম্যানের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করে বিভিন্ন স্থানে কৌশলে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন- এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই মো. আবুল কালাম আজাদ, এএসআই মো. রফিকুল ইসলাম, এএসআই সেবীকা রাণী প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd