সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে বিভিন্ন গ্রাহকের নিকট প্রায় ৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। বার বার নোটিশ দেয়ার পরও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না গ্রাহকরা। তবে সাধারণ গ্রাহকের চেয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোই বিদ্যুৎ বিল বকেয়া রাখার শীর্ষে অবস্থান করছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্যমতে হবিগঞ্জে বিদ্যুৎ বিল ককেয়া রাখার তালিকার শীর্ষে অবস্থান করছেন শহরের উমেদনগর এলাকায় অবস্থিত সুরমা অটো রাইছ মিল। তাদের কাছে ২৫ লাখ টাকা পাওনা রয়েছে। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানটি ৮ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেছে। তবে দ্রুত বকেয়া বিল পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
এছাড়াও বকেয়া বিল পাওনা রয়েছে এরকম অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল- শহরের সম্পাদক জামে মসজিদের নিকট ১৪ লাখ ৬৫ হাজার ৭২৪ টাকা, ম্যানেজার এসপিএস ওয়াটারের নিকট ৩৬ লাখ ১২ হাজার ১৪৬ টাকা, হবিগঞ্জ সিভিল সার্জনের নিকট ১৬ লাখ ৬ হাজার ৭৩৫ টাকা, জেলা শিল্পকলা একাডেমীর নিকট ১০ লাখ ১৭ হাজার ৯৮৬ টাকা, হবিগঞ্জ পৌরসভার নিকট ১১ লাখ ৫৬ লাখ ৩ টাকা, সাধারণ কোর্ট’র নিকট ১১ লাখ ৬৩ হাজার ৭০ টাকা, মো. গোলাম মওলার নিকট ১৩ লাখ ৪৬ টাকা এবং সোহেল মিয়ার নিকট ১০ লাখ ৩৭ হাজার ২৪৬ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিরেশ্বর সাহা জানান, বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে। যারা তিন মাসের অধিক সময় ধরে বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন ইতিমধ্যে তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। এর মধ্যে মো. গোলাম মওলার বিরুদ্ধে বকেয়া বিল আদায়ে মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd