সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। আহতরা হল,আরিফা বেগম(৯),নূর আলম(১৫),আলী অওয়াল(৩০),সায়েরা বেগম(৪৫),হুসনা বেগম(৪৫) গুরুত্বর আহত হয়। শিশু শিক্ষার্থী আরিফা বেগম(৯) রামসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেনীর ছাত্রী ও আলী আওয়াল(১৫)মোয়াজ্জমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। তারা রামসিংহপুর গ্রামের কৃষক আছদ আলী ছেলে ও মেয়ে। রামসিংহপুর গ্রামের সোনা ডরির হাওরে দুপুরে এই সংর্ঘষে ঘটনা গঠে।
স্থানীয় এলাকাবাসী জানাযায়,উপজেলার রামসিংহপুর গ্রামের সোনা ডরির হাওরে দুপুরে আরিফা বেগম,আলী অওয়াল,নূর আলম তাদের নিজ জমিতে দুই ফুফুর সাথে তাদের জমিতে নিয়োজিত শ্রমিকদের নিয়ে পাকা বোরো ধান কাটতে যায়। এসময় রামসিংহপুর গ্রামের কাজল মেম্বার,রাসেল মিয়া,বিপ্লব,রুয়েল,মুক্তার(৩০)দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই আরিফা বেগম(৯),নূর আলম(১৫),আলী অওয়াল(৩০),সায়েরা বেগম(৪৫),হুসনা বেগম(৪৫)উপর হামলা চালায়।
এসময় শিশু শিক্ষার্থীকে আরিফা বেগম,আলী আওয়ালসহ সবাইকে লোহার রড পিঠিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় শিক্ষার্থীকে আরিফা বেগম ও আলী অওয়ালকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তারগন আলী আওয়ালকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করেন। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীদের পিতা আছদ আলী জানান,আমি বাড়িতে ছিলাম না। আমার পতিপক্ষরা আমার পরিবারের উপর হামলা চালিয়েছে আমির বিচার চাই। আমি আইনের আশ্রয় নিব।
তাহিরপুর থানার ওসি(তদন্ত)আসাদুজ্জামান হাওলাদার জানান,এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd