সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯
সিলেট :: সরকারী ঘোষণার আলোকে “জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯” উদযাপনের অংশ হিসেবে বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের নেতৃত্বে র্যালীতে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ কলেজ ও হাসপাতালের সকল স্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালীটি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শুরু করে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত র্যালীর সাথে যোগ দেয়।
এছাড়াও গতকাল ১৬ই এপ্রিল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উক্ত পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হােসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীবৃন্দ।
উলেখ্য যে, জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সরকার ঘোষিত অন্যান্য কর্র্মসূচীও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল ও হাসপাতাল ধারাবাহিকভাবে পালন করবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd