বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে (বিআরডিবি হলরুম) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো থাকলেও ছবি নেই বর্তমান প্রধানমন্ত্রীর। দীঘদিন ধরে প্রধানমন্ত্রীর ছবি বিহীন উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়ে আসছে। এ নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে আসছেন অনেকেই। তারা বলছেন, ‘সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি থাকার কথা। কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর ছবি না টানানোর রহস্য কি?’
২০০২ সালের ২৭ মার্চ তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান স্বারিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে (নং মপবি-১/৭/৯১-বিধি/৩৮) উল্লেখ করা হয়, মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীগণের অফিস কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিব, অধিদপ্তর/পরিদপ্তর/রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের প্রধান/অধঃস্থন অফিস সমূহের প্রধান ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সমূহের প্রধানগণের অফিস কক্ষে ও সরকারী মিলনায়তনসমূহের সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টাঙ্গানো হইবে।’
উপজেলা পরিষদ মিলনায়তনে (বিআরডিবি হলরুম) প্রধানমন্ত্রীর ছবি না থাকা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ছবি টানানোর জন্যে নাজিরকে বলেছিলাম। তাছাড়া, মাপ অনুযায়ী প্রধানমন্ত্রীর রঙ্গিন ছবিও পাওয়া যাচ্ছে না।
Sharing is caring!