সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন মুক্তিযোদ্ধের চেতনাবুকে ধারণ করে গোয়াইনঘাট উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে রুপান্তর করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তার পিতাসহ গোয়াইনঘাট উপজেলার প্রায় সহ¯্রাধিক মানুষ মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেন। সিলেটের গোয়াইনঘাট থেকে সবচাইতে বেশি মানুষ মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেছিল। তিনি আরোও বলেন গোয়াইনঘাট উপজেলা থেকে বর্তমানে ২৫ হাজার টাকা করে ৪৪ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা পান। এছাড়া ৭শত ৫ জন বীরমুক্তিযোদ্ধা ১০ হাজার টাকা করে পান। তিনি বীরমুক্তিযোদ্ধা সন্তান হিসেবে নিজেকে ভাগ্যমান মনে করেন। তাই আগামী গোয়াইনঘাট রুপান্তেরে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনার অঙ্গিকার ব্যক্ত করেন। শুক্রবার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ফরুক আহমদ এসব কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম সরওয়ারের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুল হক,বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, সাধারন সম্পাদক জবরুল ইসলাম,যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ রাজু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহীন আহমদ সাবুল, আলাজুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আলী হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন,তাজ উদ্দিন, তোফায়েল আহমদ, চান মিয়া,শফিকুর রহমান,ফয়জুল ইসলাম,কামাল হোসেন,আবুবকর, জসিম উদ্দিন, সামিউল্লাহ,হোসেন আহমদ,জুয়েল আহমদ প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd