সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
সিলেট :: গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা তথা বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবীতে বুধবার বিকাল ৩ টায় সিলেট কোর্ট পয়েন্টে জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর প্রধান সমন্বয়কারী লাল মোহন দেব এর সভাপতিত্বে ও সদস্য এডভোকেট আল আসলাম মুমিন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মনির উদ্দিন মাষ্টার, জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর অন্যতম নেতা এভোকেট আলতাফ হোসেন, এডভোকেট আব্দুর রহিম, রফিকুল হক, এডভোকেট ছয়ফুল আলম, খলিলুর রহমান জীবন, বাবুল হোসেন, জালাল উদ্দিন, উপাধ্যক্ষ সাহেদ আহমদ, সাংবাদিক মঞ্জুর আহমদ, আলতাফ হোসেন বেলাল, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট শাহজাহান চৌধুরী, জসিম উদ্দিন (১), মঞ্জুর আহমদ (২), এডভোকেট ইয়াহইয়া চৌধুরী, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট শফিকুর রহমান সবুজ, আহবাবুর রশিদ চৌধুরী লিমন, সাব্বির আহমদ, এডভোকেট মোবারক হোসেন, শওকত আলী, দেলওয়ার হোসেন জায়েদুল ইসলাম রুবেল, কবির আহমদ, শাহিন আলম, এনামুল রহমান, সাংবাদিক আবুল হোসেন, আহমদ আল মাছুদ, আবু জাফর, প্রনত কুমার দেব, মনসুর আহমদ, মাহবুব আহমদ চেয়ারম্যান, মাষ্টার আবু তাইয়্যিদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ফরিদ আহমদ, অমর চক্রবর্তী, আক্তার ফারুক, জসিম উদ্দিন (২), নূরে আলম সাদেক, আলহাজ¦ ইবরাহিম আলী, জাহেদুজ্জামান, মাসুদ আহমদ, তাজুল ইসলাম, জি.এম জসিম, আব্দু রকিব প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহ এখন সময়ের দাবী। নেতৃবৃন্দ অনতিবিলম্বে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহ করার জোর দাবী জানান। নতুনা অত্র অঞ্চলের জনগণ গ্যাসের দাবীতে তীব্র আন্দোরন গড়ে তুলে তাদের অধিকার আদায় করতে বাধ্য হবে। নেতৃবৃন্দ বৃহত্তর জৈন্তিয়াকে পর্যটন এলাকা ঘোষণার দাবী জানা। সংগঠনের পরবর্তী সাধারণ সভা আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd