সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর এলাকায় প্রাইভেট কার ও ছোট আকারের ষাড়(চোরাই গুরু)আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আটক ষাড় গরু ও প্রাইভেট কারটি ভাতগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলামের জিম্মায় রাখা হয়।
এব্যাপারে ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান,কার ও গরুটি তার জিম্মায় রয়েছে। গরুর কোন মালিক এখনোও পর্যন্ত পাওয়া যায় নি। তবে কারের মালিক পরিচয় দিয়ে উপজেলার দোলারবাজার এলাকার একজন লোক ও সিলেট নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা পরিচয়ে আরো একজন লোক তার কাছে ফোন করেছেন। প্রাইভেট কারের নং-ঢাকা মেট্রো ভ-৯২৫৬)।
স্থানীয় এলাকাবাসীর জানায়,বৃহস্পতিবার ভোর রাতে হায়দরপুর মাঠ দিয়ে প্রাইবেট কারের ভিতরে করে একটি ছোট আকার ষাড় গুরু নিয়ে যাওয়ায় পথে ধান পাহারায় থাকা হায়দরপুর গ্রামের শাহীন মিয়া ও আল আমিন রাস্থায় গাড়ির গতিরোধ করতে চাইলে চালক গাড়ির হেডলাইট অফ করে সামনের দিকে এগুতে থাকে। এক পর্যায়ে চিৎকার দিয়ে গাড়ির পেছনে দৌড়াইতে থাকে তারা। তাদের ধাওয়া খেয়ে হায়দরপুর ব্রীজে উঠতে গিয়ে কারটি ব্রীজের রেলিংয়ে ধাক্কা খায়।
এসময় গরু ও কারটি রেখে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কারের পিছনের সিটে একটি রড দিয়ে রড ও সিটের সাথে দড়ি দিয়ে চার পা বাঁধা অবস্থায় একটি ষাড় গরু উদ্ধার করে । কার ও গরু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd