সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : কুলাউড়া উপজেলায় ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের মামলার প্রধান আসামী প্রেমিক শুকুর আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১০ দিন পর শুক্রবার দুপুরে রাজনগর উপজেলার টেংরা বাজার থেকে পুলিশ একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ঘটনার সাথে জড়িত অপর ৫ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক শুকুর আলী জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর সাথে তার দুই বছরের প্রেমঘটিত সম্পর্ক রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর উপজেলা সদরে বর বধু ছদ্মদবেশে পুলিশ অপেক্ষা করতে থাকে। শুকুর আলীকে বহনকারী সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিয়ে থামিয়ে চ্যালেঞ্জ করে ছদ্দবেশী পুলিশ শুকুর আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ২৭ এপ্রিল তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হবে।
প্রথমে পুলিশ ঘটনার সাথে জড়িত সিএনজি অটোরিক্সা চালক হাসান মিয়া (২৫) কে আটক করে। তাঁর দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দির পর অভিযান চালিয়ে পুলিশ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুসাইনগর ও জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা থেকে বিলাল মিয়া (ওরফে দিলাল) (২৫), জাহাঙ্গীর আলম (২৬), সুজন মিয়া (২২) ও সুফিয়ান মিয়া (২৫)কে গ্রেপ্তার করে। এরমধ্যে দিলাল ও জাহাঙ্গীর দালালের মাধ্যমে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা চালায়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সোসবার রাতে পৌর এলাকার ১৭ বছরের এক কিশোরীকে সিএনজি অটোরিক্সাতে তুলে নিয়ে কুলাউড়া-বড়লেখা সড়কের আশুরীঘাট এলাকায় ৭ দুর্বৃত্ত মিলে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে ওই কিশোরীকে হুমকি দেওয়া হয় এ ঘটনাটি কাউকে যেনো না বলা হয়। বললে ভিডিও প্রকাশ করে দেওয়া হবে। পরদিন কিশোরীর মা বাদি হয়ে কুলাউড়া থানায় শুকুর আলীকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd