সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : আজ মহান মে দিবস। প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।
বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। অনেক বিষয়কে প্রতিপাদ্য করে দিনটি পালিত হয়ে থাকে। তবে গেল কয়েক বছরে শিশুশ্রম বন্ধের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
সেই ভাবনা থেকেই আজ মহান শ্রমিক দিবসে শিশুশ্রমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ঢাকাই ছবির বিউটি কুইন অপু বিশ্বাস। তিনি আজ নিজের স্ট্যাটাসে লিখেছেন, ‘শ্রমিক দিবসে একটাই প্রার্থনা শিশু শ্রমিকগুলো হাতুড়ি ছেড়ে কলম ধরুক।’
তিনি জাগো নিউজকে বলেন, ‘দিনে দিনে শিশুশ্রম মহামারি আকার ধারন করছে সারা পৃথিবীজুড়েই। আমরা এমনটা চাই না। কোমলমতি শিশুরা হাসবে, খেলবে, স্কুলে যাবে এই স্বাভাবিক চিত্রটা দেখতে চাই। সবার সম্মিলিত চেষ্টায় সুন্দর একটা পৃথিবী গড়ে উঠুক। বিশ্বের সকল দেশে শিশুশ্রম নিষিদ্ধ হোক।’
এদিকে আরও অনেক তারকাই শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘আজ মহান মে দিবস। জয় হোক মেহনতি মানুষের। পৃথিবীর সকল খেটে খাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd