সিলেটে লাক্কাতুরায় স্কুলের পাশ থেকে মর্টার শেল উদ্ধার

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০১৯

সিলেটে লাক্কাতুরায় স্কুলের পাশ থেকে মর্টার শেল উদ্ধার

স্টাফ রিপোর্টার :: সিলেটের লাক্কাতুরা চা বাগানের পাশ্ববর্তী সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি মর্টার শেল ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থানা পুলিশ এই মর্টার শেলগুলো উদ্ধার করে আনে।

পুলিশ জানায়, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের সীমানা দেওয়া নির্মানের কাজ চলছে। বৃহস্পতিবার সীমানা দেওয়াল নির্মানের জন্য মাটি খুঁড়ার সময় এই মর্টারশেলগুলো দেখতে পায় শ্রমিকরা।

সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের একপাশে চা বাগান, অপরপাশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এমন এলাকায় মর্টার শেল পেয়ে স্কুল শিক্ষার্থী ও স্থানীয় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) জুয়েল হোসেন বলেন, শ্রমিকরা মাটি খুঁড়ার সময় মর্টার শেলগুলো দেখতে পায়। সাথেসাথেই পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা তিনটি মর্টারশেল উদ্ধার করেছি। আর কিছু আছে কী না তা খোঁজ করে দেখা হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..