সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
কানাইঘাটে সড়ক র্দূঘটনায় মটর-সাইকেল আরোহী ফাহিমের পা সহ সাইকেল বিচ্ছন্ন হয়ে গেছে। এ সময় সাইকেলে থাকা তার আরো দুই সহযোগী গুরুত্বর আহত হয়েছেন। জানা যায় গত রবিবার রাত ১২ টার দিকে উপজেলার বড়চতুল ইউপি’র চতুল-বড়বন্দ সড়কের রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রেক্টর গাড়ীর সাথে মটর-সাইকেলের মুখামুখী সংঘর্ষ হয়। এতে মটর সাইকেলে থাকা সিলেট শহরের শিবগঞ্জ এলাকার ফাহিম, জৈন্তাপুর উপজেলার-কান্দিগ্রামের শুভ, কানাইঘাটের দূর্গাপুর দক্ষিন গ্রামের সুইট চৌধুরী গুরুতর আহত হন। এদের মধ্যে ফাহিমের পা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাথে মটর সাইকেলটিও দুই টুকরো হয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং ফাহিমকে মুমুর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই সুরঞ্জিত তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে দুমড়ে মোচড়ে যাওয়া মটর সাইকেলটি উদ্ধার করেন এবং ট্রেক্টর গাড়িটিও জব্দ করেন। ট্রেক্টর গাড়িটি চালক ছিল জৈন্তাপুর উপজেলার চামটি গ্রামের কামরুল নামের এক যুবক। পুলিশ সূত্রে জানা যায় আহতদের পরিচয় নিশ্চিত হয়ে এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd