নার্স হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

নার্স হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

কিশোরগঞ্জে নার্সকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর কল্যানপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  বুধবার দুপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

এছাড়াও হাসপাতাল প্রাঙ্গন থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কল্যানপুর বাসস্ট্যান্ডে সমবেত হন তারা৷ এ সময় তারা কালো ব্যাজ ধারণ করেন৷

মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়৷ পরিবহণে নারী নিপীড়ণ, ধর্ষন বন্ধে পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়ে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।

এসময় বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু খলদুন আল মাহমুদ, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আসিয়া বেগম, উপাধ্যক্ষ শিরিন শিলা এবং নার্সিং সুপার আফরোজা খাতুন প্রমুখ৷

প্রসঙ্গত, কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে স্বর্ণলতা পরিবহনের একটি চলন্ত বাসে শাহিনুর আক্তার তানিয়া কে (২৪) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণকারীরা তাকে হত্যার পর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।

সোমবার রাত সাড়ে ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নার্স পদে চাকরি করেন।

জানা যায়, শাহিনুর আক্তার তানিয়া সোমবার বিকালে তিনি এয়ারপোর্ট কাউন্টার থেকে টিকিট নিয়ে স্বর্ণলতা পরিবহনে উঠেন। বাসটি মহাখালী-থেকে কটিয়াদী হয়ে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করে।

শাহিনুর বিকালে বাসে উঠার পর থেকে তার পিতা এবং ভাইদের সাথে মোবাইলফোনে বেশ কয়েকবার কথা হয়। রাত ৮টার দিকে তিনি মঠখোলা বাজার অতিক্রম করার সময় আবারও তার বাবার সাথে কথা হয়। তখন তিনি জানান, আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছতে পারবেন।

সাড়ে ৮টার দিকে বাসটি কটিয়াদী বাসস্ট্যান্ডে পৌঁছলে তখনো তার ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়, বলেন আর মাত্র পাঁচ-সাত মিনিট লাগবে পিরিজপুর পৌছতে। কিন্তু কটিয়াদী বাসস্ট্যান্ডে বাসের সমস্ত যাত্রী নেমে যায়। এ সময় গাড়ির ড্রাইভার এবং হেলপার কৌশলে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে তার সাথের চার-পাঁচজনকে যাত্রীবেশে গাড়িতে তোলেন।

কটিয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে দুই কিলোমিটার দূরবর্তী ভৈবর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলীর নিরব একটি জায়গায় পৌঁছলে এসময় শাহিনুরকে জোরপূর্বক চলন্ত গাড়িতে ধর্ষণ করে এবং গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে বলে স্বজনরা ধারণা করছেন। তার মৃত্যুর পর ধর্ষণকারীরা রাত পৌনে এগারটার দিকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে দুর্ঘটনা কথা বলে লাশ ফেলে রেখে যায়।

হাসপাতাল রেজিস্ট্রার সূত্রে লাশ আনয়নকারীর নাম পাওয়া যায় আল আমিন, পিতা ওয়াহিদুজ্জামান, গ্রাম ভেঙ্গারদি, কাপাসিয়া, গাজীপুর। এদিকে পাঁচ মিনিটের কথা বলে দীর্ঘ সময় সে পিরিজপুর বাসস্ট্যান্ডে স্বর্ণলতা বাসটি না পৌঁছলে তার ভাই মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গভীর রাতে সংবাদ পায় শাহিনুরের লাশ কটিয়াদী হাসপাতাল থেকে থানায় নিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ড্রাইভার নূরুজ্জামান (৩৯), হেলপার লালন মিয়াকে (৩৩) আটক করা হয়েছে। শাহিনুরের ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগ, কাপড় চোপড় পাওয়া গেছে। লাশের ময়না তদন্ত করা হয় কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে। ময়না তদন্তের রিপোর্টে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। তবে তার হাত, মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শাহিনুর আক্তার তানিয়া (২৪) ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট থেকে ২০১৭ সালে পাশ করার পর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন৷ মঙ্গলবার রাতে জানাজার পর তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..