বিশ্বনাথে ভ্রাম‌্যমান আদালতের অভিযান : ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৯

বিশ্বনাথে ভ্রাম‌্যমান আদালতের অভিযান : ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলার পনাউল্লার বাজারে ভ্রাম‌্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২টি পণ্যের মধ্যে মোল্লা সল্ট, এসিআই সল্ট, সান চিপস, ফ্রেস হলুদ গুড়া ইত্যাদি পণ্য বিভিন্ন দোকানে পাওয়ায় তা জব্দ করে ধংস করা হয় এবং বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ন পণ্য রাখায় ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০টি ব‌্যবসা প্রতিষ্ঠানকে ২০হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার।
ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে পনাউল্লাহ বাজারস্থ আলী ভেরাইটিজ ষ্টোরকে ১হাজার টাকা, করিমুননেছা ট্রডার্সকে ২হাজার টাকা, রিপন ষ্টোরকে পনেরশত টাকা, সুমন ভেরাইটিস ষ্টোরকে ১হাজার টাকা, শাহজালাল রেস্টুরেন্ট এন্ড সুইটসকে ৫হাজার টাকা, হাজী গোলাম আলী ষ্টোরকে ১হাজার টাকা, হাজী খোয়াজ আলী ডিপার্টমেন্টারল ষ্টোরকে ১হাজার টাকা, লিজা মিষ্টি ঘর এন্ড রেস্টুরেন্টকে ২হাজার টাকা, কয়েছ ট্রেডার্সকে ৩হাজার টাকা এবং ফিজা এন্ড কোম্পানীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..