আটককৃত আসামী সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ধনপুর(মধ্যপাড়া) গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. ফয়জুল হক (৪২)।
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জয়নগর বাজার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে সুনামগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে নারী নির্যাতন মামলার এজাহার নামীয় ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে মো. আশরাফ খান (৩৬) কে আটক করে।
আটককৃত আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার খড়কি গ্রামের মৃত আজমল খানের ছেলে মো. আশরাফ খান (৩৬)। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগে মাধবপুর থানার গ্রেফতারী পরওয়ানা রয়েছে। তাকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এএসপি এ.কে.এম কামরুজ্জামান।