সিলেটে সন্ত্রাসীদের হামলায় ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি নুর উদ্দিন আহত

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

সিলেটে সন্ত্রাসীদের হামলায় ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি নুর উদ্দিন আহত

সিলেট নগরীর চৌহাট্টায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সিসিক’র ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. নুর উদ্দিন।

আজ সোমবার (১৬ জুলাই) বিকাল আনুমানিক ৫টায় নিজ অফিস থেকে বের হয়ে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমাবেশে আসার সময় চৌহাট্টায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। সন্ত্রাসীদের উপর্যোপরী আঘাতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। পরে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নগরীর মিরের ময়দানস্থ ‘ফেয়ার হেলথ’ হাসপাতালে প্রেরন করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন- নুর উদ্দিননের ডান হাতে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ডাক্তারের নীবিড় পর্যবেক্ষণে আছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..